DJI Mini 3 Pro- বিগ বাজেটের বেস্ট ভিডিও শ্যুটিং ড্রোন
ড্রোন বাজার মাতিয়ে চলে এল জনপ্রিয় ড্রোন ব্র্যান্ড DJI এর মিনি এডিশন DJI Mini 3 Pro। এমনিতেই DJI সিরিজের ড্রোন বিশ্বব্যাপী তথা বাংলাদেশেও অনেক জনপ্রিয়
DJI Mini 3 Pro এর ফ্লাইং কিট বক্স এবং দাম
প্রথমেই এর বক্স নিয়েই কিছু কথা বলা যায়। যদি আপনি আগে থেকেই DJI সিরিজের ব্যবহারকারী হন তাহলে দেখবেন আগে এর দুইটা এডিশন ছিল। একটা হল Standard Edition এবং আরেকটি হল Fly More Combo Kit। এবারো সেরকমই আছে কিন্তু এর বক্সগুলো আলাদা করে ফেলা হয়েছে।
যদি Standard Edition এর কথা বলতে যায় তাহলে এই বক্সটিতে আপনি পাবেন ড্রোনটি, রিমোট কন্ট্রোলার, ব্যাটারী এবং এক্সট্রা কিছু প্রোপেলার। এই স্ট্যান্ডার্ড এডিশনের দাম হল ৯২,০০০ টাকা।
যদি রিমোট কন্ট্রোলারের কথা বলি তাহলে রিমোট কন্ট্রোলেও চমক নিয়ে এসেছে DJI Mini 3 Pro। রিমোট কন্ট্রোলটি আগের DJI সিরিজের Mavic, Air ইত্যাদি ড্রোনের মতোই কিন্তু চমকপ্রদ এডিশনটি হল কন্ট্রোলারের নিচের দিকে 5.5 ইঞ্চির একটি HD রেজ্যুলেশনের স্ক্রীন। যার ফলে আপনাকে বারবার ফোন কানেক্ট করতে হবে না। এটা আসলেই অনেক প্যারাদায়ক। DJI Mini 3 Pro এর লেটেস্ট এডিশনের রিমোট কন্ট্রোলার আপনাকে সেই প্যারা থেকে মুক্তি দিবে। যদিওবা এই ডিসপ্লেসহ রিমোট কন্ট্রোলার যদি এড করতে চান তাহলে এই স্ট্যান্ডার্ড এডিশনেরই দাম হয়ে যাবে ১,২৫,০০০ টাকা।
এবার আসা যাক Fly More Combo Kit এর দামের বেলায়। যদি রেগুলার Combo Kit নেন তাহলে দাম পড়বে ২৫০০০ টাকা এবং এর Plus এডিশন নিলে দাম ৩৩০০০ টাকা। তবে আপনার বাজেট কম থাকলে এই Fly More Combo Kit বক্সটি এড়িয়ে যেতে পারেন। পরে যখন বাজেট হবে তখন আলাদাভাবে কিনে নিতে পারবেন।
DJI Mini 3 Pro এর আকৃতি এবং সেন্সর স্পেসিফিকেশন
ড্রোনটি হাতে নেওয়ার পর মনে হয়েছে আগের ড্রোনগুলোর চেয়ে দেখতে এবং এর আকৃতিতে একটু ভিন্ন। যেমন আগে এর প্রোপেলার স্ট্যান্ড আনফোল্ড করতে গেলে কিছুটা কষ্ট পোহাতে হত। কিন্তু DJI Mini 3 Pro তে সেটা হচ্ছে না। আপনি চাইলে যেকোনটি আগে পরে আনফোল্ড করতে পারেন। তবে এবারের DJI Mini 3 Pro এর ম্যাটেরিয়্যাল গুলোকে অনেক ডিউরেবল অর্থাৎ একটু শক্তপোক্ত মনে হয়েছে। দুই একটা ক্র্যাশও হয়তো সহ্য করতে পারবে।
DJI সিরিজের DJI Mini 3 Pro গিম্বলের ক্ষেত্রে অনেক সুবিধা নিয়ে এসেছে। গিম্বলটি একটি থ্রিএক্সএক্স মোটরেস্ট গিম্বল এবং এর চারপাশে অনেক খালি স্পেস আছে। এই স্পেসটা থাকার কারন হল এই গিম্বলটা দিয়ে এবার ভার্টিকেল ভিডিও শ্যুট করা যাবে। সেই সাথে গিম্বলটিকে অনেক উপরের দিকে পয়েন্ট করা যায়।
এবারের DJI Mini 3 Pro তে প্রায় তিনদিকেই অর্থাৎ সামনে, পিছনে এবং নিচের দিকে Obstacle avoidance sensor যুক্ত করা হয়েছে। যদিও পাশে সেন্সর নেই। তাই একটু দেখেশুনেই চালাতে হবে।
পেছনের দিকে রয়েছে চার্জ দেওয়ার জন্য USB type-C port, চাইলে এটা দিয়ে ডাটাও ট্রান্সফার করা যায়। সেই সাথে রয়েছে Micro SD card এর স্লটটাও।
এবারে ব্যাটারি ঢুকানোর মেকানিজমও অনেকটাই পরিবর্তন হয়েছে। দুইপাশে ধরে সামান্য প্রেস করে ঢুকাতে হবে। প্রোপেলারসগুলোও স্ক্রু ড্রাইভার দিয়ে আনস্ক্রু করে তারপর লাগাতে হয়। পাওয়ার বাটনটাও উপরের দিকে নিয়ে আসতে হয়েছে যেটি নিচের দিকে ছিল।
DJI সিরিজের DJI Mini 3 Pro ড্রোনটির আরেকটি পরিবর্তন হল DJI সিরিজের আগের ড্রোনগুলোতে প্রোপেলারের নিচে স্ট্যান্ড অফ ছিল। ড্রোন ল্যান্ড করার পর সেখানে ভর দিয়ে দাড়াত। কিন্তু এবারে স্ট্যান্ড অফ দেওয়া হয়েছে নিচে অর্থাৎ পেটের মাঝখানে। তাই এটি খুব স্বাচ্ছন্দেই দাঁড়িয়ে থাকে বডির ওপর ভর করে।
DJI Mini 3 Pro এর ক্যামেরা এবং ভিডিও শ্যুটিং সেটআপ
DJI Mini 3 Pro এর সাথে Pro শব্দটি যুক্ত করার কারণ হল এর প্রো গ্রেড এর ক্যামেরা। এর ক্যামেরায় আগের তুলনায় একটু বড় সাইজের সেন্সর ব্যবহার করা হয়েছে। এর সেন্সরটি হল 1/1.3" CMOS sensor যার ফোকাল লেন্থ 24mm (equiv.) lens এবং F1.7 aperture। এটি দিয়ে 48 মেগাপিক্সেলের ইমেজ ক্যাপচার করা যায় এবং ভিডিওতে আপনার 4K এবং 60p এর অপশন পাবেন। এর আগে শুধু 4K এবং 30p এর অপশন ছিল। বুঝতেই পারছেন ভিডিও কোয়ালিটি কতটা বেটার হবে। সেই সাথে এখানে বেটার স্লো মোশনে ভিডিও শ্যুট করতে পারা যাবে। বলাই যায় আগের তুলনায় ভিডিও স্পেসিফিকেশনে অনেক আপগ্রেড এসেছে। সেই সাথে রয়েছে Dual IOS এবং HDR মোডে ভিডিও রেকর্ডিংয়ের অপশন।
তবে ভিডিও শুধু 8 বিটেই রেকর্ড করা যাবে। 10 বিটের অপশন নেই। যারা একটু লগে বা কালার গ্রেডে শ্যুট করতে চান তারা হয়তোবা 10 বিটের অপশনটি মিস করবেন।
DJI Mini 3 Pro ফ্লাই করতে গিয়ে আরেকটি ব্যাপার লক্ষ্য করা গেল এবং তা হল এর উইং রেজিস্ট্যান্স। এর wing registence এ মারাত্মক ধরনের আপগ্রেড এসেছে এবং এটি খুব ভালোভাবেই বাতাস করতে পারছিল। খুবই স্থির হয়ে এটি দাঁড়িয়ে থাকতে পারছিল। তাছাড়া DJI Mini 3 Pro এর যে Obstacle avoidance sensor আছে তা খুবই কাজের। এর এক্সপেরিমেন্টের সময় একটি অবস্টেকলের ( গাছ, তার ইত্যাদি) পাশ দিয়ে যাওয়ার সময় এটি স্টপ হয়ে যায় এবং বিপ দিচ্ছিল।
এর ফ্লাই অ্যাপেও কিছুটা পরিবর্তন এসেছে। যেমন যেদিক থেকে অবস্টেকল আছে সেদিকে একটা রেড মার্ক করা থাকে। বলা যায় খুব ভালোই পরিবর্তন এসেছে। DJI ফ্লাইং অ্যাপটা আগের মতোই আছে শুধুমাত্র গিম্বল ভার্টিকেল করার অপশনটা যুক্ত করা হয়েছে।
DJI Mini 3 Pro এর ফ্লাইট ডিসট্যান্স
এর ফ্লাইট ডিসট্যান্সের কথা যদি বলি তাহলে DJI এর ভাষ্যমতে আপনি যদি DJI Mini 3 Pro কে একটি লাইনে ফ্লাই করান, খারাপ আবহাওয়া এবং খুব জোরে বাতাস যদি না থাকে তাহলে আপনি ড্রোনটিকে রেগুলার ব্যাটারি দিয়ে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আর যদি আপগ্রেডেড প্লাস ভার্সন ব্যাটারিটা থাকলে আপনি একে প্রায় 25 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তবে ফিড পাওয়া যাবেনা। অন্ধের মত উড়াতে হবে।
তবে রিয়েল লাইফের কথা চিন্তা করলে আপনি প্রায় 2 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন ফিড নিয়ে। আর সিটি এরিয়াতে আপনি 1 থেকে 1.5 কিলোমিটারের বেশি হয়তো নিয়ে যেতে পারবেন না।
DJI Mini 3 Pro তে এবার ট্র্যাকিং ফিচার এড করা হয়েছে এবং কুইক শট মোডে স্টেরয়েড এড করা হয়েছে অর্থাৎ ড্রোন দূরে গিয়ে জুম আউট করে একটা গ্লোবে পরিণত করবে ইমেজটাকে যেটা আগে Air সিরিজ এবং Mavic Pro সিরিজে ছিল।
সর্বোপরি, আপনি যদি ভিডিও কোয়ালিটির বেলায় চান তাহলে DJI Mini 3 Pro আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। মোটামুটি ভালোই প্রফেশনাল গ্রেডের ভিডিও তৈরি করতে পারবেন আপনি এটি দিয়ে। আপনি যদি একটা পোর্টেবল ড্রোন খুঁজেন যেটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন তাহলে আপনাকে DJI Mini 3 Pro রিকমেন্ড করা যায়।
আরও পড়ুন
joss bai...
ok bro, keep it up