যেভাবে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকাম করবেন । How to earn money from Facebook Marketplace

ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকামের পদ্ধতি

অনলাইন থেকে ইনকাম বর্তমানে একটি কমন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। অনেকেই অনেক কিছু করার সুযোগ খুঁজেন। অনেকেই সফল হন আবার অনেকেই ব্যর্থ হন। কিন্তু আজকে এমন একটি ইনকামের পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনাদেরই একটি অতি পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। হ্যা , ঠিকই ধরেছেন। আর সেটি হল ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকামের সুযোগ

ফেসবুক ব্যাবহারকারীদের মধ্যে এখনো অনেকেই জানে না যে ফেসবুকে মার্কেটপ্লেস নামে একটি অপশন আছে। আর সেই মার্কেটপ্লেসকে যদি যথাযথ নিয়মে ব্যাবহার করা যায় তাহলে প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করা রাবে। এখন আলোচনা করা যাক মার্কেটপ্লেস থেকে ইনকাম পদ্ধতি নিয়ে।

আসলে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকাম করবেন পণ্য বিক্রি করে। আপনি কিভাবে পণ্য বিক্রি করবেন, কোথা থেকে পণ্য কালেক্ট করবেন বা কিভাবে ক্রেতার হাতে পণ্যটুকু পৌঁছে দিবেন ইত্যাদি সম্পূর্ণ বিষয় আলোচনা করা হবে আজকের আর্টিকেলে। তাই ধৈর্য্য নিয়ে পড়তে থাকুন।

ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকামের জন্য শুরুতেই আপনার পণ্য সংগ্রহ করে তারপর সেই পণ্যের একটা সেল পোস্ট করতে হবে মার্কেটপ্লেস অপশনে গিয়ে। 

ধাপ-১

প্রথমে আপনি ফেসবুক অ্যাপে লগ ইন করে নিবেন। তারপর হোম পেজেই সবার উপরের মেনু বারে দেখতে পাবেন মার্কেটপ্লেস নামের একটি অপশন আছে। সেখানে ট্যাপ করবেন। আর কম্পিউটার থেকে দেখলে আপনি সরাসরি মার্কেটপ্লেস নামে একটা অপশনই খুঁজে পাবেন।

ধাপ-২

দেখবেন লাখ লাখ পণ্য সেখানে সেল করার জন্য বিক্রেতারা সেল পোস্ট দিয়ে রেখেছে। আপনি আপনার প্রোডাক্ট সেল করার জন্য উপরের দিকের Sell অপশনে ট্যাপ ( ক্লিক) করবেন।



ধাপ-৩

ট্যাপ করার পর নিচের দিকে যথাক্রমে item এবং vehicles নামের দুটি অপশন আসবে। তারপর আপনি যদি কোন গাড়ি বিক্রি করতে চান তাহলে ভেহিক্যাল অপশনে ট্যাপ করবেন। আর যদি কোন ছোটখাটো আইটেম বা গেজেট বিক্রি করতে চান তাহলে Item অপশনে ট্যাপ করবেন। 



ধাপ-৪

নরমালি সবাই আইটেম বিক্রি করে এবং আপনিও যদি তাই করেন তাহলে আইটেম অপশনে ট্যাপ করবেন। তবে আপনি যদি গাড়ি বিক্রি করতে চান তাহলে ভেহিক্যাল অপশনে ট্যাব করবেন। ট্যাব করার পর add photos নামের অপশন আসবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি সেল করতে চান তার ছবি এড করতে বলবে। 

add photos অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। সেখান থেকে প্রোডাক্টটির ছবি আপনাকে অ্যাড করতে হবে। 

অবশ্য এর আগে আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন তার কয়েকটি ছবি আপনাকে ক্যামেরা দিয়ে তুলে রাখতে হবে। আপনি চাইলে প্রোডাক্টটির বিভিন্ন ধরনের ছয় থেকে সাতটি পর্যন্ত ছবি এড করতে পারেন।

ছবি এড করার পর add title নামের একটি অপশন আসবে। সেখানে আপনি প্রোডাক্টটির নাম দিবেন। অর্থাৎ যেটি সেল করতে চাচ্ছেন।

আমি এখানে মোবাইল ফোন সেল করব তাই টাইটেলের ঘরে দিলাম Infinix Note 12 pro sell।

এর পর Price এর একটি অপশন আসবে। সেখানে আপনাকে প্রোডাক্টটির প্রাইস এড করতে বলবে অর্থাৎ যে দামে আপনি প্রোডাক্টটি সেল করতে চান সেই প্রাইসটি দিয়ে দিবেন। আমি এখানে ফোনটি 15000 টাকায় সেল করতে চাই তাই 15000 বসিয়ে দিলাম। 

তারপর প্রোডাক্টটির নাম এবং ধরন অনুযায়ী একটি অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। তারপরেও আপনি যদি আপনার মতো ক্যাটাগরি সিলেক্ট করতে চান তাহলে ক্যাটাগরি অপশনে ক্লিক‌ করলে বিভিন্ন ধরনের অপশন আসবে সেখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন।

তারপরে যে অপশনটি আসবে সেটি হল Condition। এই অপশনে ট্যাব করার পর চারটি অপশন আসবে। অপশন গুলো হলো New, Used - like new, Used - good, Used - fair। আপনার প্রোডাক্টটি যদি ব্র্যান্ড নিউ হয় তাহলে New তে ট্যাব করবেন। আর যদি ইউজড কিন্তু নতুনের মতো হলে Used - like new অপশনে ক্লিক করবেন।

এরপর Description নামের একটি অপশন আসবে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনি প্রোডাক্টটির সম্পূর্ণ বর্ণনা দিবেন। যেমন মোবাইল ফোন সেল করলে আপনার ফোনটি কেমন। পুরাতন ফোন হলে কত মাস ইউজ করেছেন। কি কি সুবিধা দিচ্ছেন প্রোডাক্টের সাথে ইত্যাদি।

তারপরের অপশনটি হল লোকেশন। অর্থাৎ আপনি এখন কোথায় রয়েছেন। লোকেশন সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে কিছু অপশনাল জিনিস রয়েছে যেমন Hide from Friends। অর্থাৎ আপনি যদি চান এই পোস্টটি আপনার বন্ধুরা না দেখুক তাহলে এটি অন করে দিবেন।

তারপরের অপশনটি হলো List in more place। এই অপশনে ট্যাপ করলে আপনি যেসব গ্রুপে এড আছেন সেসব গ্রুপগুলো দেখাবে‌। তারপর এক একটি গ্রুপ সিলেক্ট করে দিলে আপনার এই পোস্টটি ঐ সমস্ত গ্রুপেও শো করবে। 

এখানে আপনাদেরকে বলে রাখি ফেসবুকে প্রোডাক্ট সেলের বিভিন্ন গ্রুপ আছে। আপনারা ঐ গ্রুপগুলোতে প্রথমে এড হয়ে নিবেন। তারপর এই গ্রুপগোলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন।

পরবর্তীতে আছে Additional listing option। এখানে ট্যাপ করে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে প্রথমে Add item varient নামের একটি অপশন আছে। আপনার আইটেমটির যদি কোন ভ্যারিয়েন্ট থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। 

তারপরের অপশনটি হলো colour। এখান থেকে আপনার প্রোডাক্টটি কোন কালারের সেটি সিলেক্ট করে দিবেন। তারপরের অপশনটি হলো Tag। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন সেটি আরও কি নামে মানুষ খুঁজতে পারে সেটি লিখে দিবেন। 

যেমন আমি মোবাইল ফোন সেল করতে চাচ্ছি তাহলে আমি লিখব used Infinix phone। অর্থাৎ এটা লিখেই অধিকাংশ মানুষ সার্চ করে তাই এটা আমার ট্যাগে দিলাম।

এর পরে আসে SKU। অনেক সময় প্রোডাক্টের কোড থাকে। এক্ষেত্রে আপনার প্রোডাক্টের কোন কোড থাকলে সেটি এখানে দিতে পারেন। তবে এসব অপশনাল।

এর পরে আসে availability। অর্থাৎ আপনার কি এধরনের প্রোডাক্ট শুধু একটি নাকি আরো আছে তা লিখবেন। একটি থাকলে List as single item সিলেক্ট করে দিবেন।

পরবর্তী অপশনটি হলো Meetup preference । এর অর্থ হল আপনার প্রোডাক্টটি সেল হওয়ার পর আপনারা দুজন কি পাবলিকলি দেখা করে প্রোডাক্টটি এক্সচেঞ্জ করবেন কিনা, এরকম হলে উপরের অপশনটি অর্থাৎ Public meetup সিলেক্ট করবেন। আর যদি আপনি প্রোডাক্টটি তার কাছে দিয়ে ডেলিভারি দিবেন এরকম হলে তিন নম্বর অপশনটি ( Door drop-off ) সিলেক্ট করবেন।

তারপর এখানকার কাজ সব শেষ হলে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে কোন কোন গ্রুপে আপনি আপনার এই সেল পোস্টটি শো করাতে চান সে সমস্ত গ্রুপগুলো সিলেক্ট করলে কিছুক্ষণের মধ্যেই আপনার পোস্টটি পাবলিশড হয়ে যাবে।

তারপর আপনার কাছে নোটিফিকেশন আসবে পোস্টটি পাবলিশড হলে। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। ক্রেতারা আপনার এই পোস্টটি দেখে তারা আপনাকে মেসেঞ্জারে নক দিবে। আপনি চেষ্টা করবেন যাতে খুব কম সময়ের মধ্যে রিপ্লাই দেওয়া যায় , এতে করে আপনার প্রোডাক্ট বিক্রির সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে।

এবার আপনাদেরকে ধারণা দিই প্রোডাক্টগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন। দেখুন প্রথমে যদি ব্যবসা শুরু করতে চান তাহলে কিছু মূলধন অবশ্যই লাগবে। 

যাদের ফিজিক্যাল শপ রয়েছে বা বিভিন্ন প্রোডাক্টের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে তো কোন কথাই নেই । তারা জাস্ট ছবি তুলে তুলে ডেসক্রিপশন দিয়ে উপরের মত করে মার্কেটপ্লেসে প্রোডাক্ট গুলোর সেল পোস্ট করে দিবেন। কিন্তু যাদের নেই তারা কি করবেন ? 

আপনারা খুব সিম্পল একটা কাজ করতে পারেন তা হল খুঁজে খুঁজে আপনারা বিভিন্ন প্রোডাক্টের পাইকারি শপ খুঁজে বের করবেন। তারপরে তাদের কাছ থেকে পাইকারি রেটে আপনি যেসব প্রোডাক্ট বিক্রি করতে চান সেগুলো কিনবেন তারপর আপনার প্রোডাক্ট যখন মার্কেটপ্লেসে সেল হবে তখন পাইকারি রেটে আরও বেশি প্রোডাক্ট কিনে সেল করতে পারবেন।

আপনার জন্য আরো আর্টিকেল -

একদম নতুন নিয়মে টিন সার্টিফিকেটের আবেদন 

পুরাতন ল্যাপটপ কেনার আগে যা অবশ্যই করবেন 

উইন্ডোজ 11 ফাস্ট করার সেরা উপায় 

এক আজব বিস্ময়কর স্থাপনা অ্যাপল পার্ক 

তবে আপনি শুধু এক ধরনের প্রোডাক্ট সেল করবেন বলে কোন কথা নেই আপনি চাইলে অনেক প্রোডাক্টও সেল করতে পারেন। যা দিবেন তাই এখানে সেল হবে তবে আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে অর্থাৎ লেগে থাকতে হবে। কারণ ক্রেতারা যখন মেসেঞ্জারে নক দিবে আপনাকে সাথে সাথে রিপ্লাই করতে হবে।

আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে এই ব্যবসায় আপনি সফল হবেনই এক্ষেত্রে সন্দেহ নেই । ঠিকঠাক সময় দিয়ে আপনি যদি আন্তরিকতা দেখাতে পারেন তাহলে মাসে ২০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম একটা মামুলি ব্যাপার এখান থেকে।

ধন্যবাদ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি পরে কেমন লেগেছে বা এটি আপনার কোন উপকারে আসবে কিনা কমেন্ট বক্সে একটু জানাবেন দয়া করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url