ঘরের ভেতরে নেটওয়ার্ক থাকে না? এক মুহুর্তেই সমাধান
ঘরের ভেতর নেটওয়ার্ক থাকে না, এই সমস্যার সম্মুখীন আমরা অনেকেই প্রতিনিয়ত হয়ে থাকি। আজ এমন কতগুলো ট্রিকস আপনাদের সাথে শেয়ার করব যা দিয়ে ঘরের ভেতর নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারবেন মুহূর্তেই। মূলত আমরা ফেসবুকিং, ইউটিউবিং, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি করে থাকি নিরিবিলিতে ঘরের এক কোণে বসেই।
সেই ঘরেই যদি ইন্টারনেট না থাকে তাহলে সমস্যার শেষ নেই। চলুন জেনে নেয়া যাক ঘরে নেটওয়ার্ক না থাকলে করণীয় সম্পর্কে। ধৈর্য্য নিয়ে ট্রিকসগুলো কিভাবে এপ্লাই করবেন পড়তে থাকুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
ট্রিকস-১: এয়ারপ্লেন মোড অন করে অফ করুন
আমরা যখন দূরে কোন জায়গায় যায় বা ঘরে ভিতরও হতে পারে যে মোবাইল টাওয়ার থেকে ঠিকঠাক নেটওয়ার্ক মোবাইল পাচ্ছে না। তখন উপরের কন্ট্রোল প্যানেলটা নিচের দিকে স্লাইড করে নামাবেন। সেখান থেকে Airplane Mode অন করে দিবেন।
কিছুক্ষণ এভাবে রেখে আবার এয়ারপ্লেন মোড অফ করে দিবেন। তাহলে দেখবেন নেটওয়ার্ক আগের চেয়ে অন্তত এক দাগ হলেও বেড়েছে।
ট্রিকস-২: কোন সিমটা চালাবেন বাছাই করুন
আমাদের অনেকেই কাজের প্রয়োজনে এখন দুইটা সিম বা ডুয়েল সিম ব্যবহার করে থাকি। ধরুন আপনার বাংলালিংক এবং এয়ারটেল দুইটা সিম আছে। এখন হয়তো কোন কারণে আপনি এমন এক এলাকায় গিয়েছেন যেখানে বা ভ্রমণে যেখানে এয়ারটেল নেটওয়ার্ক স্ট্রং, বাংলালিংক অপেক্ষাকৃত দুর্বল।
আরো দেখুন: কম্পিউটারের Windows 11 করুন সুপার ফাস্ট
তাহলে বাংলালিংক সিমটা সাময়িক বন্ধ করে দিয়ে এয়ারটেলটা চালু রাখবেন। আরেকটা পরামর্শ হলো আপনি বেশিরভাগ সময় যে এলাকায় থাকেন ঐ এলাকায় কোন কোম্পানির সিমের নেটওয়ার্ক ভালো সবসময় সেই সিমটা ব্যবহার করবেন।
আরো দেখুন: পুরাতন ল্যাপটপ কেনার সময় এই ১২ টি বিষয় না দেখলে ঠকবেন
যেমন আপনার এলাকায় যদি এয়ারটেল নেটওয়ার্ক খুব ভালো থাকে বা একদম ফুল স্পিডে ঐ সিমেই ইন্টারনেট চলে তাহলে সবসময় চাইবেন এয়ারটেল ব্যবহার করতে।
ট্রিকস-৩: নেটওয়ার্ক পরিবর্তন করুন; ঘরের ভেতর নেটওয়ার্ক সমস্যার সমাধানে ব্যতিক্রমী সেটিংস
ঘরের ভেতর নেটওয়ার্ক না থাকলে আপনাকে অনেক সম। নেটওয়ার্ক পরিবর্তন করতে হতে পারে। এর জন্য ফোনের সেটিংস অ্যাপ ওপেন করবেন। তারপর Sim Cards & mobile network অপশনটি সিলেক্ট করবেন নিচের মতো।
আমার ফোনে অপশনটি এই নামেই আছে। আপনাদের অনেকের ফোনে অনেকভাবে থাকতে পারে। যাইহোক, খুঁজে নিবেন।
আরো দেখুন: হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট যেভাবে খুলবেন
এবার নিচের মতো একটি ইন্টারফেস ওপেন হবে। আমার এখানে আমি Banglalink সিম ইউজ করি। তাই 1 অপশনে বাংলালিংক দেখাচ্ছে। আপনারা যে সিম ব্যবহার করেন সেটা দেখাবে। ওখানে ক্লিক করবেন।
আমি যদি আপনাদের আমার নেটওয়ার্কের অবস্থা দেখায় তাহলে দেখবেন মাত্র তিন দাগ নেটওয়ার্ক আছে এই মুহূর্তে।